থার্ড টার্মিনাল নির্মাণে তিন প্রতিষ্ঠানের নাম সুপারিশ


প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৭ মার্চ ২০১৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজে অাগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অভিজ্ঞতা মূল্যায়ন করে তিনটি প্রতিষ্ঠানের নাম সুপারিশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হাসনাত মো. জিয়াউল হকের নেতৃত্বে গঠিত কমিটি। সম্প্রতি কোম্পানি তিনটির নাম সুপারিশ করা হয় বলে জানিয়েছে সূত্র।  

প্রতিষ্ঠানগুলো হলো বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ, চায়না এয়ারপোর্ট কনস্ট্রাকশন গ্রুপ করপোরেশন এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কম্পানি লিমিটেড। এ ছাড়া পিপিপির আওতায় নির্মাণ করলে মালয়েশিয়ান কোম্পানি দুটির মধ্য থেকে যেকোনো একটিকে বাছাই করার সুপারিশ করেছে কমিটি।

এক চিঠিতে, সুপারিশ করা কোম্পানিগুলোর কাছে তাদের অর্থায়নের উৎস, অর্থায়নের শর্ত এবং অর্থায়নের ধরণও জানতে চাওয়া হয়ছে বলেও জানা গেছে।

এ বিষয়ে কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে বলেন, থার্ড টার্মিনাল নির্মাণের জন্য ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং অন্যান্য অবকাঠামো উন্নয়ন’ নামের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় থার্ড টার্মিনাল নির্মাণের জন্য চীনা প্রতিষ্ঠানগুলো হুমড়ি খেয়ে পড়েছে। তারা নিজেরাই তীব্র প্রতিযোগিতার সৃষ্টি করেছে। মোট ১৩টি বিদেশি প্রতিষ্ঠান এই নির্মাণকাজ পেতে চায়। এর মধ্যে ১১টিই চীনের। অন্য দুটি মালয়েশিয়ান কোম্পানি।

এদিকে বাংলাদেশের উন্নয়নের অন্যতম অংশীদার জাপানকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণকাজ না দিলে দেশটি ভবিষ্যতে উন্নয়ন প্রকল্পে অর্থায়ন না করার হুমকি দিয়েছে। সম্প্রতি থার্ড টার্মিনাল নিয়ে জাপান ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে জাপান এ হুমকি দেয় বলে জানা গেছে।

সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে জাপানের প্রতিনিধিত্ব করেন ঢাকাস্থ জাপান দূতাবাসের মিনিস্টার তাকেশি মাটসুনাগা, জাইকার বাংলাদেশ অফিসের প্রধান মিকিও হাতেদা এবং জাইকার সিনিয়র রিপ্রেজেনটেটিভ টাকু ইয়ামাবি। বাংলাদেশের পক্ষে বৈঠকে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হাসনাত মো. জিয়াউল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠকে অংশগ্রহণকারী একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এ বিষয়ে জাগো নিউজকে বলেন, জাপান অবশ্যই অবকাঠামো নির্মাণে পারদর্শী দেশ। কিন্তু শেষ পর্যায়ে এসে  থার্ড টার্মিনাল নিয়ে জাপান তাদের আগ্রহের বিষয়টি জানিয়েছে। এ বিষয়ে কমিটি সিদ্ধান্ত দেবে।

আরএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।