টসে জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান


প্রকাশিত: ০২:০২ পিএম, ১৭ মার্চ ২০১৬

শ্রীলংকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। অনেকদিন পর জয়াবর্ধনে-সাঙ্গাকারা দুইজনকে ছাড়াই প্রথমবারের মত আইসিসির কোন টুর্নামেন্টে খেলতে নামছে শ্রীলংকা। তাই বর্তমান ফর্মটাও বেশ খারাপ। অন্যদিকে টি-টোয়েন্টিতে নিজেদের সেরা ফর্মে রয়েছে আফগানিস্তান।

বিশ্বকাপের প্রথম রাউন্ডে সবগুলো ম্যাচ জিতে সুপার টেন নিশ্চিত করে আফগানিস্তান। জিম্বাবুয়ের মত দলকে হেসেখেলে হারায় আফগানিস্তান। ইনজামাম উল হক কোচের দায়িত্ব নেয়ার পর থেকেই যেন তারা নিজেদের ফিরে পেয়েছে। আফগানিস্তানের তুলনায় শ্রীলংকার প্রেক্ষাপট একটু ভিন্ন। দলের অভিজ্ঞ ক্রিকেটার দিলশানের ফর্মহীনতা ভোগাচ্ছে শ্রীলংকা। তার উপর প্রথম ম্যাচেই তারা পাচ্ছে না টি-টোয়েন্টির সেরা বোলার মালিঙ্গাকে। ইনজুরির কারণে এই ম্যাচে খেলছেন না মালিঙ্গা।

শ্রীলংকা একাদশঃ এঞ্জেলো ম্যাথুজ, দুশমান্ত চামিরা, দীনেশ চান্দিমাল, রঙ্গনা হেরাথ, তিলকারত্নে দিলশান, থিসারা পেরেরা, শেহান জয়সুরিয়া, লাহুরু থিরিমান্নে, মিলিন্ডা সিরিবর্ধনে, নুয়ান কুলাসেকারা, চামারা কাপুগেদেরা।

আফগানিস্তান একাদশঃ আজগর স্টানিকজাই, হামিদ হাসান, মোহাম্মদ নবী, মোহাম্মদ শেহজাদ, নুর আলী, গুলবাদাইন নাইব, শেনওয়ারি, নজিবুল্লাহ, শফিক, রশিদ, দাওলাত  জাদরান।
 
আরআর/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।