চুয়াডাঙ্গায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু


প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১৭ মার্চ ২০১৬
ফাইল ছবি

জেলার দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় পরিবারের সদস্যরা তাদের লাশ উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে উপজেলার চারুলিয়া গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে তানিম ইসলাম (৭) ও তার চাচাতো ভাই মনোয়ার হোসেনের মেয়ে মনোয়ারা খাতুন (৮) পরিবারের সকলের অজান্তে পার্শ্ববর্তী টিপু মাস্টারের পুকুরে গোসল করার জন্য যায়। এরপর অসাবধানতাবশত পুকুরের পানিতে তারা ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী।

চারুলিয়া পুলিশ ক্যাম্পের আইসি ইনচার্জ ওহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সালাউদ্দিন কাজল/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।