আজকের বৈঠকে নতুন গঠনতন্ত্র নিয়ে আলোচনা হবে : ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ বর্তমান স্থায়ী কমিটির শেষ বৈঠক। আজকের বৈঠকে নতুন গঠনতন্ত্র নিয়ে আলোচনা করা হবে। দীর্ঘ ছয় বছর নানা প্রতিকূলতার মাঝেও দায়িত্ব পরিচালনায় করায় দলের স্থায়ী কমিটির সদস্যদেরকে ধন্যবাদ জানিয়েছেন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বিএনপির গুলশান কার্যালয়ে বৈঠক পূর্ববর্তী সংবাদ সম্মেলন এ কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, আজকের বৈঠকে কাউন্সিল প্রস্তুতি সম্পর্কে অবহিত করা এবং করণীয় ঠিক করা হবে। যারা মৃত্যবরণ করেছে তাদের প্রতি শোক জানানো হবে।
এমএম/এআরএস/পিআর