রাজধানীতে কৃষিপ্রযুক্তি মেলা শুরু
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী ষষ্ঠ আন্তর্জাতিক কৃষিপ্র্রযুক্তি মেলা। বগুড়া পল্লি উন্নয়ন একাডেমির (আরডিএ) উদ্যোগে এ মেলা শুরু হয়েছে।
দেশ বিদেশের কৃষক ও শিল্প উদ্যোক্তাগণ জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উদ্ভাবিত সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন কৃষি যন্ত্রপাতি ও কৃষি উপকরণ সম্পর্কে মেলায় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানার্জনে উপকৃত হবেন। এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বৃহস্পতিবার এ মেলার উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ভবিষ্যতে বিশ্ববাজারে খাদ্যপণ্যের যে কোনো সংকট মোকাবিলা ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখতে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। সনাতন ধারার কৃষিপ্রযুক্তির পরিবর্তে খামার যান্ত্রিকীকরণের পাশাপাশি উন্নত প্রযুক্তি ও কলাকৌশলের সমন্বয় প্রয়োজন। মেলায় প্রদর্শিত কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি কৃষকসমাজকে কৃষি যান্ত্রিকীকরণে উৎসাহিত করার পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং লাভজনক ও টেকসই কৃষি উৎপাদন ব্যবস্থা নিশ্চিতকরণে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মেলায় যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, এশিয়া ও আফ্রিকা মহাদেশের ৩৭টি দেশের উৎপাদিত কৃষি, খাদ্য ও দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি, কৃষিপণ্য, নবায়নযোগ্য জ্বালানি শক্তি, উদ্যান ফসল ও বীজ উৎপাদন প্রযুক্তি, গবাদিপশু ও পার্খির খাদ্য ও পুষ্টি উৎপাদন প্রযুক্তির ২১৭টি স্টল স্থান পেয়েছে।
এএইচ/পিআর