ঝালকাঠিতে নির্ঘুম রাত কাটাচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা


প্রকাশিত: ০৩:৫৬ এএম, ১৮ মার্চ ২০১৬

নির্বাচন কমিশন ঘোষিত ১ম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝালকাঠি জেলার ৪ উপজেলার ৩১টি ইউনিয়নে চলছে প্রার্থীদের দৌঁড়ঝাপ ও তুমুল হাড্ডাহাড্ডি লড়াই। ভোটাদের মন জয় করতে বিভিন্ন আশা আকাঙ্ক্ষার ঝুড়ি দিয়ে প্রার্থীরা ছুটছেন। দিন-রাত সমানতালে নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠকে নির্ঘুম রাত কাটছে তাদের।

জেলায় চেয়ারম্যান পদে ১২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৫ জন, নলছিটি উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩১ জন, রাজাপুর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৩ জন, কাঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদর উপজেলা :
গাভারামচন্দ্রপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মো. গোলাম মাওলা শেরওয়ানী (নৌকা), বিএনপি মনোনীত সৈয়দ হুমায়ুন কবীর (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) আব্দুল খালেক (আনারস), আমিনুল ইসলাম লিটন (মোটরসাইকেল), এএসএম শাখাওয়াত হোসেন (চশমা)।

বিনয়কাঠি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মো. সাইফুল ইসলাম খান (নৌকা), বিএনপি মনোনীত টিএম সেলিম (ধানের শীষ)। নবগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মো. মুজিবুল হক আকন্দ (নৌকা), বিএনপি মনোনীত মো. আনিচুর রহমান (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আপেল মাহমুদ (হাতপাখা) স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) ওয়ালিউর রহমান হিরু (আনারস)।

কেওড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মোয়াজ্জেম হোসেন (নৌকা), বিএনপি মনোনীত এমএ মান্নান লাভু (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মো. মহিউদ্দিন তালুকদার মঈন (অটোরিকশা), আবু সাইদ খান (আনারস)। কির্ত্তীপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মো. আব্দুস শুক্কুর মোল্লা (নৌকা), বিএনপি মনোনীত রাজা নাজমুল ইসলাম (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. হুমায়ুন কবীর (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) আ. রহিম মিয়া (আনারস)।  

বাসন্ডা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মোবারক হোসেন মল্লিক (নৌকা), বিএনপি মনোনীত মো. ইউনুচ আলী খান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান (আনারস)। গাবখান ধাঁনসিড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মো. সহিদুল ইসলাম (নৌকা), বিএনপি মনোনীত এসএম জহির উদ্দিন কবীর (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) একেএম জাকির হোসেন (আনারস), মো. মনির হোসেন হাওলাদার (ঘোড়া)।

শেখেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মো. নুরুল আমীন খান (নৌকা), বিএনপি মনোনীত গাজী মো. সাইদুর রহমান বাচ্চু (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মো. বজলুল করীম খান (আনারস), মো. মমিন খান (টেলিফোন)। ভোটার সংখ্যা রয়েছে ১০ হাজার ৯৯২ জন। নথুল্লাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত রেজাউল কবীর (নৌকা), বিএনপি মনোনীত মো. শাহ আলম মোল্লা (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত মো. সালাহউদ্দিন (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী আকতার হোসেন হাওলাদার ( টেলিফোন)।
 
নলছিটি উপজেলা :
মগড় ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মো. শাহীন হাওলাদার (নৌকা), বিএনপি মনোনীত কাজী আমিনুল ইসলাম আমিন কাজী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. হুমায়ুন কবীর মল্লিক (হাতপাখা)। দপদপিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত সোহরাফ হোসাইন বাবুল মৃধা (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত জাকির হোসেন (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মো. মিজানুর রহমান (আনারস) ও তার স্ত্রী সুমনা রহমান (মোটরসাইকেল)। সুমনা রহমান তার স্বামী মিজানুর রহমানকে আনারস প্রতীকে সমর্থন দিয়েছেন।

ভৈরবপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত নাসির উদ্দিন আহমেদ (নৌকা), বিএনপি মনোনীত মো. আবুল বাশার চৌধুরী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কামাল হোসেন (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মো. নুরুজ্জামান সেলিম (আনারস)। রানাপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মো. মাসুদুর রহমান (নৌকা), বিএনপি মনোনীত আ. রশিদ মিয়া (ধানের শীষ)।

মোল্লারহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মো. কবির হোসেন হাওলাদার (নৌকা), বিএনপি মনোনীত মো. আব্দুস সালাম (ধানের শীষ)। কুলকাঠি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মো. আক্তারুজ্জামান হাওলাদার (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কামাল হোসেন (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী সবুজ হাওলাদার (আনারস)। নাচনমহল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মো. সিদ্দিকুর রহমান (নৌকা), বিএনপি মনোনীত মো. মহসিন ইমাম সিকদার (ধানের শীষ)।

সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মো. আ. মান্নান সিকদার (নৌকা), বিএনপি মনোনীত মো. নজরুল ইসলাম শাহীন (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. নুরুজ্জামান (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মো. আমির সোহেল মল্লিক (চশমা), মিজানুর রহমান (ঘোড়া), আ. রহিম হাওলাদার (আনারস)। সিদ্ধকাঠি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে জেসমিন আক্তার।

কুশঙ্গল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মো. আলমগীর হোসেন (নৌকা), বিএনপি মনোনীত মোহাম্মদ আমিনুল ইসলাম (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. কাওছার উল্লাহ (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মো. মতিয়ার রহমান সরদার (আনারস), মো. জাকির হোসেন হাওলাদার।

রাজাপুর উপজেলা :
সাতুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মো. সিদ্দিকুর রহমান (নৌকা), বিএনপি মনোনীত হাবিবুর রহমান কাজী (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) মো. হেমায়েত হোসেন (আনারস)। বড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মো. শাহ আলম মিয়া (নৌকা), বিএনপি মনোনীত রফিকুল ইসলাম (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. জয়নাল আবেদীন (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) জাহিদুল আবেদীন (আনারস)।

গালুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মুজিবুল হক কামাল (নৌকা), বিএনপি মনোনীত মো. ওয়ালিয়েল হাসানাত হাফিজ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মো. জহুরুল হক গাজী (আনারস)। মঠবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মোস্তফা কামাল সিকদার (নৌকা), বিএনপি মনোনীত মো. সাইদুল ইসলাম খান (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মো. আব্দুর রব (আনারস)।

রাজাপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মো. আনোয়ার হোসেন মৃধা মজিবর (নৌকা), বিএনপি মনোনীত জিএম কামরুল আলম সগীর (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত  মো. আল আমিন রুমান (হাতপাখা), জাতীয় পার্টি জেপি নাসির উদ্দিন তালুকদার (বাইসাইকেল), স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলাম (আনারস), এমএ করিম সিকদার (মোটরসাইকেল)। শুক্তাগড় ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মো. মজিবুল হক (নৌকা), বিএনপি মনোনীত তালুকদার আবুল কালাম আজাদ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী  মো. আনোয়ার হোসেন (আনারস)।

কাঠালিয়া উপজেলা :
আমুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মো. আমিরুল ইসলাম (নৌকা), বিএনপি মনোনীত আক্তার হোসেন মীর বহর (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আমীর গাজী (হাতপাখা), জাতীয় পার্টি জেপি মনোনীত মো. সোহাগ (বাইসাইকেল), স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবীর (আনারস) ও মো. মজিবুর রহমান (ঘোড়া)। চেচরীরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মো. জাকির হোসেন (নৌকা), বিএনপি মনোনীত আলী হায়দার মিয়া (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. মাইনুল হোসেন হাওলাদার (হাতপাখা), জাতীয় পার্টি জেপি মনোনীত মো. আব্দুল মালেক খান (বাইসাইকেল)।

পাটিখালঘাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত শিশির দাস (নৌকা), বিএনপি মনোনীত মো. ইউসুফ আলী (ধানের শীষ), জাতীয় পার্টি জেপি মনোনীত মো. আবজাল মোল্লা (বাইসাইকেল), স্বতন্ত্র প্রার্থী মো. সহিদুল ইসলাম (আনারস), মো. হারুন মিয়া (ঘোড়া), মো. আনোয়ার হোসেন মোল্লা (চশমা)। শৌলজালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মাহমুদ হোসেন রিপন (নৌকা), বিএনপি মনোনীত মো. জিয়াউল হোসেন (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত মোহাম্মদ মোদাচ্ছের হোসেন খান (লাঙ্গল), জাতীয় পার্টি জেপি মনোনীত মো. রবিউল ইসলাম (বাইসাইকেল), স্বতন্ত্র প্রার্থী মো. তরিকুল ইসলাম বুলবুল (আনারস)।

কাঠালিয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মো. গোলাম কিবরিয়া সিকদার (নৌকা), বিএনপি মনোনীত মো. নাসির উদ্দিন মুন্সি (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মো. মেহেদী হাসান (আনারস)। আওরাবুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত মো. জাহাঙ্গির হোসেন (নৌকা), বিএনপি মনোনীত মো. নুরুল ইসলাম তালুকদার (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোহাম্মদ আবু হানিফ হাওলাদার (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী এইচএম আল মামুন (আনারস), কানিজ ফাতিমা জুতি (টেবিল ফ্যান), মো. কামরুজ্জামান নকীব (ঘোড়া), মো. আফজাল হোসেন নকীব (মোটরসাইকেল), মো. আমজাদ হোসেন সিকদার (চশমা)।

আতিকুর রহমান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।