সিরাজগঞ্জের সাবেক পৌর মেয়র গোলাম কিবরিয়ার দাফন সম্পন্ন


প্রকাশিত: ১০:৪৯ এএম, ১৮ মার্চ ২০১৬

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক পৌর সভা ও সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ গোলাম কিবরিয়ার দাফন কাজ সম্পন্ন হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।

এর আগে মরহুমের জীবনের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.হাবিবে মিল­াত মুন্না, তাড়াশ রায়গঞ্জ আসনের সংসদ সদস্য মম আমজাদ হোসেন মিলন, জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান, জেলা জাসদের সভাপতি আব্দুল হাই তালুকদার, জেলা আ.লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা, উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবীব, পূজা উদযাপন কমিটির সভাপতি সুকুমার চন্দ্র দাস, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক দানিউল হক দানি, মরহুমের ছেলে ইব্রাহীম ইউনুস দ্বীপ প্রমুখ।

এ সময় দলমত সকলের কাছে প্রিয় এই নেতার অকাল মৃত্যুতে সিরাজগঞ্জের সর্বস্তরের মানুষের মাঝে নেমে আসে শোকের ছায়া।

বাদল ভৌমিক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।