মিথুনে স্বপ্ন পূরণ কর্কটে দুর্ভাবনা


প্রকাশিত: ০২:৩৫ এএম, ১৯ মার্চ ২০১৬

মেষ  [২১ মার্চ-২০ এপ্রিল] : বিদেশ গমনের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে] : হারানো কর্ম পুনরুদ্ধার, আটকে থাকা কাজ সচল ও পাওনা টাকা আদায় হওয়ায় সম্ভবনা।  আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি দ্বারা যত্পরনাস্তি ক্ষতি সাধিত হবে।

মিথুন [২১ মে-২০ জুন] :  দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ ও সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। দীর্ঘদিনের হারানো বন্ধুর সঙ্গে সাক্ষাতৎ শুভ হবে।

কর্কট  [২১ জুন-২০ জুলাই] :  অর্থনৈতিক দুর্ভাবনায় পড়বেন। সপরিবারে মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন।  জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন।

সিংহ  [২১ জুলাই-২১ আগস্ট] : লটারি ফাটকা জুয়া রেস শেয়ার প্রভৃতিতে বিনিয়োগকৃত অর্থ ঘাতক বলে প্রমাণিত হবে।  গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর পসরা সাজবে।

কন্যা  [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর] :  ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। বিদেশ গমনের পথ স্তব্ধ হয়ে পড়বে।

তুলা  [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর] : অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। শত্রু ও বিরোধীপক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর] : ব্যবসার প্রচার ও প্রসার ঘটবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর] : জীবনে এক নতুন অধ্যায় রচিত হবে।  অবশ্য লৌকিকতায় ব্যয় বাড়বে।  

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি] : অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সন্তানদের আচরণে মনকষ্ট বাড়বে। প্রেমীযুগল সতর্কতার সঙ্গে চলাফেরা করুন নচেত্ অর্থ ও মানদণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা।

কুম্ভ  [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি] : বিনিয়োগকৃত অর্থ গায়েব হয়ে পড়বে। দাম্পত্য জীবনে বিচ্ছেদের সম্ভাবনা নেই।  মন ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হবে।

মীন  [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ] : প্রতিকূলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে ইচ্ছিত স্থানে বদলি তথা পদোন্নতির পথ সুগম করবে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।