ডেঙ্গুরোধে সব কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২১ পিএম, ০৬ আগস্ট ২০২৩

এডিস মশার বিস্তার রোধে নির্বাচন ভবন, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠপর্যায়ের কার্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাতে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৬ আগস্ট) এক অফিস আদেশ জারি করে এ নির্দেশনা দিয়েছে সংস্থাটি। ইসির সাধারণ সেবা শাখার উপসচিব রাশেদুল ইসলামের জারি করা ওই নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী- প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন ও মারা যাচ্ছেন।

এতে বলা হয়, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা, মৌসুমি বৃষ্টিপাত, জমানো পানি, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ইত্যাদি কারণে এডিস মশার প্রজনন ক্ষেত্র প্রসারিত হচ্ছে, যা মূলত ডেঙ্গুরোগের প্রাদুর্ভাবের জন্য দায়ী। এডিস মশার প্রজনন রোধই পারে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে জনসাধারণকে রক্ষা করতে।এক্ষেত্রে জনসচেতনতা বাড়ানো ও এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসের কোনো বিকল্প নেই।

এ অবস্থায় এডিস মশার প্রজনন রোধে নির্বাচন ভবন, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হলো।

এসএম/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।