ফতুল্লায় ইয়াবাসহ আটক ১


প্রকাশিত: ১০:১৯ এএম, ১৯ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিপুল পরিমাণ মাদকসহ ইমরান হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে ফতুল্লার রূপসী হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতারের পর শনিবার দুপুরে আদালেত পাঠানো হয়।
গ্রেফতারকৃত ইমরান হোসেন ফতুল্লার রূপসী হাউজিং এলাকার জনৈক রিপন খন্দকারের বাড়ির ভাড়াটিয়া ইকবাল হোসেনের ছেলে।

ফতুল্লা মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম জাগো নিউজকে জানান, থানার রূপসী এলাকায় মোবাইলের বক্সে করে এক লোক ইয়াবা পাচার করছে এমন একটি সংবাদের ভিত্তিতে জনৈক রিপনের বাড়িতে অভিযান চালিয়ে ইমরানকে আটক করি। পরে তার বসত ঘরে তল্লাসী চালিয়ে একটি মোবাইলের বক্স থেকে দুই হাজার ৬শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে তিনি অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।