ওয়াশিংটনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন যুবলীগ ও ভার্জিনিয়া স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্প্রিংফিল্ড এর নিরালা রেস্তোরাঁয় ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
ওয়াশিংটন যুবলীগের আহ্বায়ক দেওয়ান আরশাদ আলী বিজয়ের সভাপতিত্বে এবং ভার্জিনিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উসমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভার্জিনিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাশেম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম, সহ সভাপতি মো. আজিম, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সহ সভাপতি লেখক, সাংবাদিক, কবি শিব্বির আহমেদ, সহ সভাপতি আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের প্রাক্তন প্রসিকিউটর অমর ইসলাম, আইন বিষয়ক সম্পাদক দস্তগীর জাহাঙ্গীর, ওয়াশিংটন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, ওয়াশিংটন যুবলীগেরর কার্যকরী সদস্য মুস্তাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াশিংটন আওয়ামী লীগ সহ সভাপতি জিবক বড়ুয়া, ওয়াশিংটন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আমান উল্লাহ, সহ সভাপতি মো. আলতাফ হোসেন, লুৎফর রহমান সেতু প্রমুখ।
সভায় কেক কেটে, স্বরচিত কবিতা আবৃতি করে বঙ্গবন্ধুর ৯৬তম জন্মবার্ষিকী পালন করা হয়।
এএসএস/একে/আরআইপি