রাজবাড়ীর কালুখালীতে ৫টি ককটেল উদ্ধার


প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৯ মার্চ ২০১৬

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় চাঁদপুর বাসস্টান্ডের পশ্চিম পাশের ইসলাম মাস্টারের পুকুর চালা থেকে ৫টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে কালুখালী থানা পুলিশ।

শনিবার দুপুরে একটি ব্যাগের মধ্যে থাকা অবস্থায় এই বোমা সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করা হয়।

কালুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ফকীর এর সত্যতা নিশ্চিত করেন জানান, স্থানীয় বাজারের লোকজনের কাছে খবর পেয়ে বোমা সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করি। কে বা কারা এগুলো ওখানে রেখেছে তা জানা যায়নি। তবে জনমনে আতঙ্ক সৃষ্ঠির জন্য এগুলো রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রুবেলুর রহমান/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।