ইউপি নির্বাচনের প্রচারণা রোববার থেকে বন্ধ


প্রকাশিত: ০১:০১ পিএম, ১৯ মার্চ ২০১৬

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণা রোববার মধ্যরাত থেকে শেষ হচ্ছে। মঙ্গলবার (২২ মার্চ) প্রথম ধাপের ভোট হবে।

নির্বাচন আচরণবিধি অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রার্থী ও তাদের সমর্থকদের যেকোনো নির্বাচনী প্রচারণা বন্ধ করার বিধান রয়েছে। এজন্য ২০ মার্চ মধ্যরাত অর্থাৎ রাত ১২টা থেকে সব ধরনের প্রচারণা বন্ধ করতে হবে প্রার্থী ও সমর্থকদের।  

দেশের প্রায় সাড়ে ৪ হাজার নির্বাচন উপযোগী ইউপিগুলোতে মোট ছয় ধাপে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। প্রথম ধাপে ৭৩২টি ইউপিতে নির্বাচন হবে।

এইচএস/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।