ফিক্সিংয়ের ভয়ে সিম কার্ড নেননি আমির!


প্রকাশিত: ০২:২৭ পিএম, ১৯ মার্চ ২০১৬

এবারের বিশ্বকাপে অন্যসবার চেয়ে একটু বেশিই নজর থাকছে পাকিস্তানি পেস বোলার মোহাম্মদ আমিরের দিকে। ফিক্সিং বিতর্কের পর এবারই প্রথম কোন টুর্নামেন্টে খেলতে নামছেন আমির। তাকে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড একটু বেশি সতর্ক। যে কারণে ভারতে আসার পর কয়েকদিন কেটে গেলেও এখনো কোন সিম কার্ড নেননি মোহাম্মদ আমির।

২০১০ সালে তিনি মোবাইল ফোনে কথা বলেই ফিক্সিং কান্ডে জড়ান। এবার সেটার যেন পুনরাবৃত্তি না হয় সে লক্ষ্যে সিম না নেয়ারই সিদ্ধান্ত নিয়েছেন আমির। কোন জুয়াড়ি যেন তার সঙ্গে যোগাযোগ করতে না পারে সে লক্ষ্যেই।

পাকিস্তান দলের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘কলকাতায় আসার পরই দলের সব ক্রিকেটারকে স্থানীয় সিম কার্ড দেওয়া হয়েছে। কিন্তু আমির নিতেই চায়নি। ও বলেছিল, পরিবার পরিজনদের সঙ্গে কথা বলতে হলে, সতীর্থদের ফোন ব্যবহার করবে। করছেও তাই। আমির মনে করে, ২০১০ সালে যে ঘটনা ঘটেছিল, তার শুরুটাও ঘটেছিল এভাবেই। ফাঁদে পড়ে গিয়েছিল। তাই অপরিচিত কারও সঙ্গে ও আর কথা বলতে চায় না।’

ইংরেজিতে তেমন দক্ষ না হওয়ার কারণে সাথে ডিকশনারিও নিয়ে এসেছেন আমির। কোন ম্যাচে পুরস্কার পেলে, পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলতে যেন সমস্যা না হয় সেজন্য ইংলিশটা শিখে নিচ্ছেন আমির। উর্দু থেকে ইংরেজি এই ডিকশনারি এখন তার সব সময়ের সঙ্গী। এছাড়া তার উপরে থাকা আকাশচুম্বী চাপ কমাতে আমির তার ফেভারিট সংগীতশিল্পী আতিফ আসলামের গানও শোনেন সবসময়।

আরআর/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।