ভারত-পাকিস্তান ম্যাচে থাকছে ‘ড্রোন’


প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৯ মার্চ ২০১৬

এটা যুদ্ধের কোন প্রস্তুতি নয়, এটা স্রেফ একটি ক্রিকেট ম্যাচ। এবার ক্রিকেট ম্যাচেও থাকছে ‘ড্রোন’। কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত-পাকিস্তানের ম্যাচের দিন সকাল থেকেই স্টেডিয়ামের আশেপাশে ওড়ার কথা ড্রোনের। এছাড়া ব্যাকপ্যাক দিয়েও ভিড়ের মধ্যে নজরদারি চালানোর কথা রয়েছ।
 
বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচকে সামনে রেখে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে কলকাতা শহর। এদিন শুধু স্টেডিয়ামের আশেপাশেই থাকবে ৩ হাজার পুলিশ। স্টেডিয়ামের ভেতরেও সাদা পোশাকে থাকবে গোয়েন্দা কর্মকর্তারা। দুই দলের খেলোয়াড়দের যাতায়াতের রাস্তাতেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ম্যাচ শুরুর তিন ঘন্টা আগেই স্টেডিয়ামের গেট খুলে দেয়া হবে যাতে বাড়তি ভিড় না হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইমরান খান, স্টিভ ওয়াহ, শচীন টেন্ডুলকারসহ ভারত এবং পাকিস্তানের অনেক নামীদামী মানুষ এদিন উপস্থিত থাকবেন স্টেডিয়ামে। খেলা শুরুর আগে দু’দেশের সাবেক সাত অধিনায়ককে সংবর্ধনা দেওয়ারও কথা রয়েছে। এছাড়া মাঠে জাতীয় পতাকার কোন রকম অবমাননা  হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।

আরআর/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।