চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:৩৫ এএম, ১৩ আগস্ট ২০২৩

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নাসিমা আকতার নামে ৩২ বছর বয়সী এক নারী মারা গেছেন। শুক্রবার রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শনিবার (১২ আগস্ট) এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। নাসিমা আকতার চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা ছিলেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছের ৩ হাজার ৯৪৩ জন।

আক্রান্তদের মধ্যে বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৯৫ রোগী চিকিৎসাধীন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ হাজার ৬৫৮ জন।

জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৫৬ জন সরকারি হাসপাতালে এবং ৩৫ জন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে শনাক্ত হন। চলতি আগস্ট মাসে এ পর্যন্ত ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৩ জন, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ১০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৩২ জন, চট্টগ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩১ জন এবং প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালগুলোতে ৭৯ জন চিকিৎসাধীন।

ইকবাল হোসেন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।