পাকিস্তানের সতর্ক শুরু


প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৯ মার্চ ২০১৬

ইডেন গার্ডেন্সে মহারণের হাই ভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে সতর্কতার সঙ্গে ব্যাটিং করছে পাকিস্তান। এর আগের এ দুই দলের লড়াইয়ে শুরুতেই উইকেট খুইয়ে চাপে পড়েছিল পাকিস্তানিরা। সেটা মাথায় রেখেই হয়তো এদিন ধীর গতিতে ব্যাটিং করছে টিম পাকিস্তান।

তবে ধীর গতিতে ব্যাটিং করেও শেষ রক্ষা হচ্ছে না তাদের। সুরেশ রায়নার করা অষ্টম ওভারে হার্দিক পাণ্ডের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন ওপেনার শারজিল খান। ২৪ বলে ১৭ রান করেন এ ওপেনার। এরপর দশম ওভারে ফিরে যান আরেক ওপেনার আহমেদ শেহজাদ। বুমরাহর বলে আউট হবার আগে ২৭ বলে ১৫ রান করেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৪ রান। ৮ রান নিয়ে ব্যাট করছেন শহিদ আফ্রিদি। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে নেমেছেন উমর আকমল।

এর আগে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বৃষ্টির কারণে এক ঘণ্টা বিলম্বে শুরু হলো খেলা। এ কারণে প্রতিটি দল খেলার সুযোগ পাচ্ছে ১৮ ওভার করে।

আরটি/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।