মহাখালীতে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি
রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় দেলোয়ার হোসেন (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টায় এ ঘটনা ঘটে।
দেলোয়ার হোসেন ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (আইইবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জাগো নিউজকে বলেন, মহাখালী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ওই ছাত্র গুরুতর আহত হয়। পরে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান আবদুল মজিদ।
এআর/বিএ