দ. আফ্রিকা-আফগানিস্তানের সম্ভাব্য একাদশ
বাছাই পর্বে নিজেদের প্রমাণ করে সুপার টেনে উঠে এসেছে আফগানিস্তান। যদিও মূল পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজয় দলের জন্য কিছুটা শঙ্কা তৈরী করেছে। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে দক্ষিণ আফ্রিকা। ফলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের।
বিশ্বকাপ মিশনে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে আজ (রোববার) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। আজকের ম্যাচে দুই দলই নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে।
জেনে নেয়া যাক দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের সম্ভাব্য একাদশ:
দক্ষিণ আফ্রিকা (সম্ভাব্য): ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স , ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ক্রিস মরিস, রিলে রুশো, ডেভিড ওয়াইস/কেইল অ্যাবট, কাগিসো রাবাডা, ডেইল স্টেইন, ইমরান তাহির।
আফগানিস্তান (সম্ভাব্য): মোহাম্মদ শাহজাদ (উইকেট রক্ষক), নুর আলি জর্ডান, আসগর স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ নবী, গুলবাদ্দিন নাইব, শফিকুল্লাহ, সামিউল্লাহ শেমওয়ারি, নাজিবুল্লাহ জর্ডান, দৌলত জর্ডান, রশিদ খান, হামিদ হাসান।
আরএ/এমআর/এমএস