ডিবি পরিচয়ে ছিনতাই-মাদক কারবার, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১৭ আগস্ট ২০২৩

রাজধানীর খিলগাঁও থেকে ডিবি পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ছিনতাই, মাদক কারবার ও গাড়ি চুরি চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

এসময় তাদের কাছ থেকে একটি পুলিশ মনোগ্রামযুক্ত কাঁধ ব্যাগ, একটি পুলিশ লেখা সম্বলিত পিস্তল কভার, চাবিসহ একটি হ্যান্ডকাপ, দুটি চাকু, ৫০ পিস ইয়াবা, ছিনতাইয়ের নগদ টাকা এবং একটি চোরাই সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- মো. বাবুল হোসেন (৫৩), আব্দুল হালিম (৩৮), মো. আমির হোসেন (২৮) ও মো. ইসহাক ব্যাপারী (১৯)।

jagonews24

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে জাগো নিউজকে এ তথ্য জানান র‍্যাব-৩-এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র এএসপি ফারজানা হক।

তিনি জানান, রাজধানীর খিলগাঁও থানাধীন জোড় পুকুরপাড় মাঠ সংলগ্ন এলাকা থেকে বুধবার (১৬ আগস্ট) দিনগত গভীর রাতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে একটি সংঘবদ্ধ ছিনতাই, মাদক কারবার এবং গাড়ি চুরি চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে তিনি জানান, গ্রেফতার বাবুল হোসেন চক্রটির মূলহোতা এবং তার পরিকল্পনা অনুযায়ী চক্রটির সব কার্যক্রম পরিচালনা করে থাকে। চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন প্রতীক যেমন- পুলিশের হ্যান্ডকাপ, পুলিশ লেখা পিস্তল কভার, পুলিশের ডিবি লেখা জ্যাকেট ইত্যাদি ব্যবহার করে নির্বিঘ্নে ছিনতাই, মাদক কারবার এবং গাড়ি চুরির মত বিভিন্ন অপরাধ করে আসছিল।

চক্রের চার সদস্যকে গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

আরএসএম/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।