শিল্পকলায় বিশ্ব পুতুলনাট্য দিবসের বর্ণিল আয়োজন


প্রকাশিত: ০৯:১৮ এএম, ২০ মার্চ ২০১৬

পুতুল মানুষের চিরকালীন সঙ্গী। মানব সভ্যতার আদি থেকেই বিনোদন ও লোকশিক্ষার মাধ্যম পুতুল নাচ। ইতিহাস ও প্রামাণ্য দ্বারা স্বীকৃত যে ভারতবর্ষ পুতুলনাট্যের আদিভুমি। বাংলাদেশেও পুতুলনাট্যের ঐতিহ্য হাজার বছরের।

ঐতিহ্যবাহি ধারার পুতুলনাট্যকে টিকিয়ে রাখা এবং একে সমৃদ্ধ করে এই শিল্প আঙ্গিকের অমিত শক্তির সম্ভাবনার দিকসমূহকে নানাবিধ কাজে ব্যবহারে উজ্জীবিত করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ২০০৭ থেকে এযাবৎ চারটি পুতুলনাট্য উৎসব, দুটি আবাসিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২০১৩ থেকে ২১ মার্চ বিশ্ব পুতুলনাট্য দিবস উদযাপন এবং প্রতি বছর একজন শিল্পীকে সম্মাননা প্রদান করছে শিল্পকলা একাডেমি। এ ছাড়া ২০১৩ সালে ইন্দোনেশিয়ার জার্কাতায় শিল্পকলা একাডেমির উদ্যোগে ‘বাংলাদেশের গল্প’ শীর্ষক পুতুলনাট্য ‘বিশ্ব পুতুলনাট্য উৎসব’- এ অংশগ্রহণ করে অর্জন করেছে ‘বেস্ট ট্রাডিশনাল মিউজিক্যাল পাপেট শো এওয়ার্ড’ এবং ‘নমিনেশন ফর বেস্ট ডিজাইন’।

২০১৪-তেও সাতক্ষীরার একটি নারী পুতুলনাট্য দলকে প্রেরণ করা হয়েছে ব্যংককে অনুষ্ঠিত ‘বিশ্ব পুতুলনাট্য উৎসব-২০১৪’তে।

সেই ধারাবাহিকতায় আগামীকাল ২১ মার্চ বিশ্ব পুতুল নাট্য দিবস ২০১৬ পালন করতে যাচ্ছে শিল্পকলা একাডেমি। একাডেমির উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। আয়োজনে থাকছে বিকেল ৩টা ৩০মিনিটে জাতীয় নাট্যশালা ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে জলপুতুল পাপেট দলের পরিচালনা ও পরিবেশনায় সাধারন, প্রতিবন্ধি ও সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের অংশগ্রহণে কর্মশালা।

সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালার মূল হলের সামনে জলপুতুল পাপেট দলের পরিবেশনায় উন্মুক্ত পাপেট প্রদর্শনী। সন্ধ্যা ৬টা ৩০মিনিটে একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বিশ্ব পুতুলনাট্য দিবস আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হবে।

আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী মুস্তাফা মনোয়ার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ জামিল আহমেদ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন ড. রশীদ হারুন। ২০১৬ পুুতুল নাট্য সম্মাননা পাচ্ছেন কুষ্টিয়ার শিল্পী আব্দুল কুদ্দুস। অভিজ্ঞতা বর্ণনা করবেন পুতুলনাট্য শিল্পী জরিনা বেগম, খেলু মিয়া এবং বলরাম রাজবংশী।

আলোচনা ও সম্মাননা প্রদান শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশনায় পরিবেশিত হবে ঐতিহ্যবাহী পুতুল নাট্য।

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।