প্রোটিয়াদের বিপক্ষে লড়াই করছে আফগানিস্তান
ক্রিকেটের নব শক্তি আফগানিস্তানের বিপক্ষে শুরু থেকে ঝড়ো ব্যাটিং করে যাচ্ছে অন্যতম শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা। তবে তাদের বিপক্ষে জোর লড়াই চালিয়ে যাচ্ছে আফগানরাও। হাশিম আমলার পর অধিনায়ক ডু প্লেসিসকেও আউট করেছে যুদ্ধ বিধ্বস্ত দেশটি।
দলীয় ২৫ রানে শাপুর জদরান প্রোটিয়া শিবিরে প্রথম আঘাত হানেন। হাশিম আমলাকে অধিনায়ক আসগারের ক্যাচে পরিণত করেন তিনি। এরপর ডু প্লেসিসকে রান আউটের ফাঁদে ফেলে তারা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৪ রান। ৪৫ রান নিয়ে ব্যাট করছেন কুইন্টন ডি কক। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে নেমেছেন এবি ডি ভিলিয়ার্স।
এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। নিজেদের প্রথম ম্যাচে হেরে চাপে রয়েছে দুই দলই। ফলে টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের।
আরটি/আইএইচএস/এবিএস