রাবি শিক্ষক ফরিদ আহমেদ আর নেই


প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২০ মার্চ ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না নিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিভাগের শিক্ষক অধ্যাপক ড. খোন্দকার ইমামুল হক জাগো নিউজকে জানান, রোববার সন্ধ্যায় তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে বাথরুমে পড়ে যান। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিকেলে নেওয়া হলে সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

ফরিদ আহমেদের গ্রামের বাড়ি রংপুর সদরে। তিনি বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী তালাইমারিতে একটি ভাড়া বাসায় থাকতেন। আগামীকাল পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলেও জানান খোন্দকার ইমামুল।

এছাড়াও বিভাগের কয়েকজন শিক্ষক জানান, পরীক্ষা কমিটির দায়িত্ব পালন করায় রোববারও তিনি বিভাগে এসেছিলেন। এসময় তিনি বিভাগে তার অসুস্থতার কথা জানান।

রাশেদ রিন্টু/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।