ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ২৪ আগস্ট ২০২৩
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে মো. ইব্রাহীম হাওলাদার (৩০) নামের এক শ্রমিক মারা গেছেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ব্যক্তির ভাই খোকন হাওলাদার জানান, তার ভাই পেশায় রডমিস্ত্রির কাজ করতেন। দুপুরে দিকে পাগলা রসুলপুর এলাকার একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইব্রাহীম হাওলাদার বরিশালের মুলাদী থানার রামারপুর গ্রামের মকবুল হাওলাদারের সন্তান। বর্তমানে রাজধানীর জুরাইন কমিশনার মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।