বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ দৃঢ় অঙ্গীকারাবদ্ধ


প্রকাশিত: ০৩:৫৯ এএম, ২১ মার্চ ২০১৬
ফাইল ছবি

সকল প্রকার বর্ণবাদ, বর্ণবৈষম্য, ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবসের প্রাক্কালে রোববার এক বার্তায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বর্ণবৈষম্যের বিরুদ্ধে আমাদের নীতি ও আপোষহীন অবস্থান গোটা আইন ও প্রশাসনিক ফ্রেমওয়ার্কসহ সংবিধানে অন্তর্ভুক্ত।

তিনি বলেন, বর্ণ, ধর্ম, লিঙ্গ অথবা জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের বিরুদ্ধে বৈষম্য করা আমাদের সংবিধানে নিষিদ্ধ। বর্ণ, ধর্ম, জাতিগত, সংস্কৃতি এবং সভ্যতা নির্বিশেষে জাতিগুলোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা বিকাশে আমরা কাজ করছি।

বিশ্ব থেকে বর্ণবৈষম্য নির্মূলে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান। তিনি সকল প্রকার বর্ণবৈষম্য বিলোপ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন অনুমোদন ও পুরোপুরি বাস্তবায়নের ওপর পুনরায় গুরুত্বারোপ করেন।

শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সহিষ্ণুতা, ন্যায়বিচার, সমতা ও মানবাধিকার ভিত্তিক একটি সমাজ গঠনে আমরা সফল হবো।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।