আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উ. কোরিয়া


প্রকাশিত: ০৮:৪৩ এএম, ২১ মার্চ ২০১৬

আবারো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। রোববার দেশটির পূর্ব উপকূলের সাগরে বেশ কয়েকটি রকেট বা স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

এর মাত্র কয়েকদিন আগেই দুটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া। এ নিয়ে ব্যাপক নিন্দা করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

জাপান সাগরে রোববার স্থানীয় সময় সাড়ে তিনটায় ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। তবে এ সম্পর্কে কোনো মন্তব্য করেনি পিয়ংইয়ং।

প্রসঙ্গত, নিরাপত্তা পরিষদের কঠোর নিষেধাজ্ঞার পরও বার বার ক্ষেপণাস্ত্র ও রকেটের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। এ নিয়ে কোরীয় দ্বীপে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।