কলম্বিয়া সরকার এবং বিদ্রোহীদের সঙ্গে বৈঠক করবেন কেরি


প্রকাশিত: ০৯:১৭ এএম, ২১ মার্চ ২০১৬

কলম্বিয়ায় অর্ধশতক ধরে চলা সংঘাত বন্ধে একটি শান্তি চুক্তির লক্ষ্যে দেশটির সরকার এবং বিদ্রোহীদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
 
শান্তি বিষয়ক হাইকমিশনার সের্গিও জারামিলোর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বোগোটার একটি প্রতিনিধি দল হাভানায় সোমবার স্থানীয় সময় বেলা ৩ টায় মার্কিন কূটনীতিকের সঙ্গে এক ঘণ্টার বৈঠকে বসবে। কলম্বিয়ার ফার্ক আলোচকরাও কেরির সঙ্গে বৈঠকে অংশ নেবেন।
 
ওই বৈঠক সম্পর্কে কেরি বলেন, তিনি শান্তি প্রক্রিয়ার অগ্রগতি দেখতে আগ্রহী। শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতেই তিনি ওই বৈঠকে অংশ নেবেন।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।