পল্লী বিদ্যুতের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল


প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২১ মার্চ ২০১৬

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ‘র চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনসহ ওই প্রতিষ্ঠানের ৪ কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

রুলে তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার দায়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা  হবে না তা জানতে চেয়েছেন আদালত। আগামী তিন সপ্তাহের মধ্যে মেজর জেনারেল মঈন উদ্দিন, জেনারেল ম্যানেজার মিজানুর রহমান (ফেনী পল্লী বিদ্যুৎ), শহিদুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানী করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সৈয়দ টিএ মোজাফ্ফর আলী, মতিলাল বেপারী। তাদেরকে সহযোগিতা করেন অ্যাডভোকেট এম মাসুদ রানা।

এর আগে গত ৩১ মে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মচারীদের বিরুদ্ধে কোনো প্রকার হয়রানিমূলক ব্যবস্থা না নিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। সে আদেশ অমান্য করায় পল্লী বিদ্যুত বোর্ড কর্মচারী শ্রমিক লীগের পক্ষ থেকে এ আবেদন করা হয়। আবেদনটি দায়ের করেন ওই সংগঠনের নেতা এনামুল হক ও সোহেল রানা। সে আবেদনের শুনানি করে আজ আদালত এ রুল জারি করেন।

এর আগেও গত ৬ মার্চ আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনের পদে থাকার বৈধতা নিয়ে রুল জারি করেন হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ।

এফএইচ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।