মানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে হবে
মহাত্মা সম্মেলনে রাহে ভান্ডার কধুরখিল দরবার শরীফের ছৈয়দ জাফর ছাদেক শাহ বলেছেন, ইসলাম মানুষকে মানবতার সেবা করতে বলেছে। তাই রাসুলের আদর্শ ধারণ করে মানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে হবে।
সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ১৩তম মহাত্মা সম্মেলনে তিনি এসব কথা বলেন। মহাত্মা সম্মেলন উদযাপন পরিষদ এ সম্মেলনের আয়োজন করে।
তিনি বলেন, রাসুল কোনো গোত্রের নয়, সারা মানবজাতির কল্যাণে তাকে পাঠানো হয়েছে। রাসুলের আদর্শ ধারণ করে সুফি আওলিয়ারা এই উপমহাদেশে ইসলাম প্রচার করেছেন। আত্মঘাতী বোমা মেরে বা জঙ্গিবাদের মাধ্যমে নয়।
এর আগে সোমবার সকাল ৯টায় সম্মেলনের উদ্বোধন করেন রাহে ভান্ডার কধুরখিল দরবার শরীফের ছৈয়দ জাফর ছাদেক শাহ। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি । দুপুর ২টায় আলোচনা শেষে অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে সম্মেলন শেষ হয়।
এ সম্মেলনে সুফি সাধক, লেখক ও গবেষক, প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ, মোনাজেরে তরিকত, চিকিৎসাবিদ, সমাজসেবক, সুফি গীতিকার, সুফি শিল্পী, মুক্তিযোদ্ধা এই ক্যাটাগরিতে মনোনীত ব্যক্তিদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন ডা. ছৈয়দ আরেফ হোছাইন, সাংবাদিক এম আলী হোসেন, ছৈয়দ মশিউর রহমান রাহাত, ছৈয়দ বশির আহমদ মনি, বৌদ্ধ নেতা প্রণব রাজু বড়ুয়া প্রমুখ।
এএস/জেএইচ/আরআইপি