জনকণ্ঠ সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে পরোয়ানা


প্রকাশিত: ১২:০৮ পিএম, ২১ মার্চ ২০১৬

মানহানির অভিযোগে এক মামলায় আদালতের তলবে হাজির না হওয়ায় দৈনিক জনকণ্ঠের সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এই তিনজন হলেন- পত্রিকাটির সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খান মাসুদ, উপদেষ্টা সম্পাদক তোয়াব খান ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়।

সোমবার ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির এ আদেশ দেন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা সিএমএম আদালতে মানহানির অভিযোগে এ মামলা দায়ের করেন ঢাকা মেট্রোবারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আরফান উদ্দিন খান। ওইদিন আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। তাদেরকে ২১ মার্চের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠের ষষ্ঠ পাতায় ‘অবসরের পরে রায় লেখা : এজেন্ডা খালেদার, বাস্তবায়নের দায় নতুন কাঁধে’ শিরোনামে বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়।

বাদী দাবি করেন, এতে প্রধান বিচারপতিসহ তার সম্মান ক্ষুণ্ন হয়েছে। এটি টাকা দিয়ে পরিমাপ করা সম্ভব না হলেও এর আনুমানিক ক্ষতি প্রায় ১০ হাজার কোটি টাকা।

জেএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।