পুতিনে আস্থা কমেছে ১০ শতাংশ মানুষের


প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২১ মার্চ ২০১৬

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর আস্থা রাখতে পারছেন না দেশটির জনগণ। সোমবার দুটি জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। জরিপে দেখা যাচ্ছে, গত বছরের চেয়ে পুতিনের ওপর ১০ ভাগ মানুষের আস্থা কমে গেছে। খবর রয়টার্সের।

আস্থা কমে গেলেও পুতিনকে পুনরায় প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাওয়া মানুষের সংখ্যা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ইন্ডিপেনডেন্ট লেভাদা সেন্টারের এক জরিপের তথ্য মতে, দেশটির ৭৩ ভাগ ভোটার বলছে পুতিনের ওপর তাদের আস্থা রয়েছে, একই জরিপে গত বছর এর পরিমাণ ছিল ৮৩ শতাংশ।

এছাড়া ১৯ ভাগ মানুষ বলছে, পুতিনের ওপর তাদের আস্থা নেই, যা গত বছর ১৪ ভাগ ছিল। তবে পুতিনের ওপর আস্থা কমে যাওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে রাজি হয়নি জরিপকারী এই প্রতিষ্ঠান।

এদিকে, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি মন্দার মধ্যে রয়েছে। এছাড়া দেশটির কয়েক লাখ মানুষের আয়ও কমে গেছে।

দেশটির বিরোধীদলীয় রাজনীতিকরা বলছেন, পুতিনের বিষয়ে যেকোনো ধরনের উদ্বেগজনক পরিসংখ্যান রাষ্ট্রীয় টেলিভিশনে জায়গা পায় না। যেখান থেকে অধিকাংশ রাশিয়ান দেশের সংবাদ পেয়ে থাকেন।   

২০১৮ সালে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন লড়বেন বলে আশা করা হচ্ছে। ওই নির্বাচনে যদি তিনি জয়লাভ করেন, তাহলে প্রেসিডেন্ট হিসেবে এটি হবে তার চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকা।

গত মাসে লেভাদার অপর এক জরিপে দেখা যায়, গত বছরের চেয়ে দেশটির বেশি মানুষ পুতিনকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে প্রস্তুত, যদিও এ জরিপেও তার ওপর সাধারণ জনগণের আস্থা কমেছে। এই জরিপে ৬৫ শতাংশ রাশিয়ান তাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। গত বছর এর পরিমাণ ছিল ৫৭ শতাংশ।

১১ থেকে ১৩ মার্চ দেশটির এক হাজার ছয়শ` মানুষের ওপর প্রথম জরিপ চালায় লেভাদা। একই সংখ্যক জনগণের ওপর ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় জরিপ পরিচালনা করে ওই প্রতিষ্ঠানটি।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।