শাহজালালে বিপুল পরিমাণ ব্ল্যাক সিগারেট জব্দ


প্রকাশিত: ০৬:২৫ পিএম, ২১ মার্চ ২০১৬

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের ব্ল্যাক সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সোমবার সকালে এসব জব্দ করা হয়।

২০টি বড় কার্টনের ভেতরে ১২০টি ছোট কার্টনে ৪ লাখ ৬০ হাজার ৮শ’ টি ব্ল্যাক সিগারেট স্টিক ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান।

"
তিনি জানান, গতকাল মধ্যরাতে শুল্কচিহ্ন ছাড়া মালবাহী ইউনিটের শামিয়ানা এলাকায় সিগারেটের কার্টনগুলো রাখা ছিল। কিন্তু শুল্ক কর্তৃপক্ষের শুল্ক ক্লিয়ারেন্স না থাকায় সন্দেহ হয় গোয়েন্দাদের।

"
পরে শুল্ক গোয়েন্দা সদস্যরা আমদানি নীতি আদেশ নিষিদ্ধ এই সিগারেটগুলো জব্দ করে। এর আগে সকালে শুল্ক গোয়েন্দারা শাহজালাল বিমানবন্দরেই ২২৯টি বেনসন হেজেস সিগারেট উদ্ধার করে।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।