ইইউয়ের সেনাবাহিনীর সদর দপ্তরে হামলায় নিহত ১


প্রকাশিত: ০৪:৩৯ এএম, ২২ মার্চ ২০১৬

মালিতে ইউরোপীয় ইউনিয়নের সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। তাদের প্রতিহত করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা আক্রমণ করলে অজ্ঞাত হামলাকারীদের এক সদস্য নিহত হয়। তবে ওই হামলায় সেনাবাহিনীর কেউ হতাহত হয়নি। হামলাকারীদের দুই সদস্যকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তামন্ত্রণালয়।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় অজ্ঞাত ব্যক্তিরা রাজধানী বামাকোতে অবস্থিত সেনাবাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালায়। সামরিক সদস্যদের প্রশিক্ষণের জন্য ওই দপ্তরটি ব্যবহৃত হয়। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায়ভার স্বীকার করেনি। সম্প্রতি আল কায়েদা সংশ্লিষ্ট বেশ কিছু জঙ্গিগোষ্ঠীর হামলার শিকার হয়েছে মালি এবং পশ্চিম আফ্রিকার দেশগুলো।

এক প্রত্যক্ষদর্শী জানান, বামাকোয় অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর নর্ড-সুড হোটেলে হামলা চালানো হয়েছে। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে ইউরোপীয় ইউনিয়নের প্রায় ৬শ কর্মকর্তাকে মোতায়েন করা হয়েছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।