এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা চার ক্যাচ


প্রকাশিত: ০৬:১৯ এএম, ২২ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই চার-ছক্কার ধু-ধাড়াক্কা লড়াই। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড়ো ব্যাটিং, বোলিং তো আছেই, ফিল্ডিংও কম আলোচিত হচ্ছে না। এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের যে ক্যাচগুলো মানুষের মনে দাগ কেটেছে তার মধ্যে সেরা চারটি ক্যাচ ক্রিকেটপ্রেমীরা অনেক দিন মনে রাখবে।

সৌম্য সরকার - ইডেনের বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে পাকিস্তানের হাফিজের যে ক্যাচটি সৌম্য নিয়েছেন তা স্মরণকালের সেরাই বলা যায়।




হার্দিক পাণ্ডিয়া - ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে শার্জিল খানের ক্যাচটি যেভাবে ছুটে এসে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে হার্দিক লুফেছেন, তাতে ভারতীয় ফিল্ডিংয়ের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে থাকবে এই ছবিটি।



পিটার সিলার - নেদারল্যান্ডের ক্রিকেটার পিটার সিলার আয়ারল্যান্ড ম্যাচে যে ক্যাচটি নিয়েছেন তা সত্যিক অবাক করার মত। তিনি দাঁড়িয়েছিলেন বাউন্ডারি লাইনে। সেখান থেকে অনেকটা দৌড়লেন। তারপর ওই ছুটন্ত অবস্থাতেই পুরো শরীরটাকে ছুঁড়ে দিলেন আড়া-আড়িভাবে। এবং ধরলেন অবিশ্বাস্য এক ক্যাচ।



মাসুদ - ওমানের ফিল্ডার মাসুদ আয়ারল্যান্ডের স্টার্লিংয়ের যে ক্যাচটি ধরেছেন, তা বিস্ময়কর। শরীরটাকে উড়িয়ে দিয়ে হাওয়ায় উড়ে ক্যাচটি লুপে নিলেন।


এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।