পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সু চি


প্রকাশিত: ০৬:২৭ এএম, ২২ মার্চ ২০১৬

মিয়ানমারের গণতান্ত্রিক সরকারের মন্ত্রিসভার সদস্যপদ পাচ্ছেন অং সান সু চি।  মঙ্গলবার তাকে মন্ত্রীসভার জন্য মনোনীত করা হয়েছে।

দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে পার্লামেন্ট থেকে মনোনীত হয়েছেন থিন কিয়াও। তার উপস্থিতিতে মন্ত্রীসভার জন্য মনোনীতদের নাম পড়ে শোনান পার্লামেন্ট স্পিকার মান উইন খেইং থান। তবে কে কোন পদের জন্য মনোনীত হয়েছেন সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানানো হয়নি।

তিনি বলেন, আমি এখানে মন্ত্রীসভার জন্য মনোনীতদের নামের তালিকা প্রকাশ করছি। নবনির্বাচিত প্রেসিডেন্টই এই নামগুলো প্রস্তাব করেছেন। কে কোন পদের জন্য নির্বাচিত হবেন তা নিয়ে এ সপ্তাহে পার্লামেন্টে ভোট হবে। ভোটের পরে মন্ত্রীরা নিজ নিজ সদস্যপদ পাবেন।

পর্যবেক্ষকদের মতে, পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন সু চি। কিন্তু এবিষয়ে তেমন কোনো সুস্পষ্ট ধারণা দেয় নি সু চির দল এনএলডি। তবে তিনি যে তার দলের গুরুত্বপূর্ণ আসনে থাকবেন সে বিষয়ে আগে থেকেই ধারণা পাওয়া গেছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।