‘মৌলিক অধিকার রক্ষায় সচেতন হতে হবে’


প্রকাশিত: ১০:২২ এএম, ২২ মার্চ ২০১৬
ফাইল ছবি

দেশের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় আমাদের সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা।

মঙ্গলবার ফৌজদারি কার্যবিধি ৫৪ ও ১৬৭ ধারার বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিকালে অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, আপনিও (অ্যাটর্নি জেনারেল) দেশের নাগরিক আমিও এই দেশের নাগরিক। দেশের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় আমাদের মতো নাগরিককে আরো সচেতন হতে হবে।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই দেশের রাজনীতি এখন স্থিতিশীল। আর তাই অর্থনৈতিক উন্নয়নের দিক দিয়ে আমরা অনেক ক্ষেত্রে ভারতকেও ডিঙিয়ে যাচ্ছি।
 
তিনি বলেন, ফৌজদারি কার্যবিধি ৫৪ ও ১৬৭ ধারা ব্যবহারের ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে সে সম্পর্কে আমরা সবাই অবগত। ১৯৭১ সালে পর বর্তমান সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভাল অবস্থানে রয়েছে। তাহলে কেন এই নির্দেশনা বাস্তবায়ন করা হবে না? বলেও প্রশ্ন রাখেন তিনি।

এফএইচ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।