ফটিকছড়িতে হেলে পড়া ভবন সিলগালা


প্রকাশিত: ০৫:২১ পিএম, ২২ মার্চ ২০১৬

ফটিকছড়িতে হেলে পড়া ঝূঁকিপূর্ণ একটি চারতলা ভবন সিলগালা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম উপজেলা প্রকৌশলী ও থানা পুলিশের উপস্থিতিতে ভবনটি সিলগালা করেন। এসময় ভবনটিতে বসবাসরত প্রায় ২০টি পরিবারকে সরিয়ে নেয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের পিছনে অবস্থিত চার শতক ভূমির উপর প্রবাসী মাহমুদুল হক মান্নানের চারতলা ভবন। উপজেলা প্রশাসন থেকে ৫ তলা ভবনের অনুমোদন নিয়ে চারতলা নির্মাণ করেন তিনি। হঠাৎ করেই চার তলা এ ভবনটি পশ্চিম পাশের এনামুল হকের পাঁচ তলা ভবনের সাথে হেলে পড়ে।

বিষয়টি জানার পর পৌর মেয়র ইসমাঈল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সরেজমিন তদন্তে  ভবনটি হেলে পড়ার সত্যতা মেলে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনে বসবাসরত মানুষকে দ্রুত বের করে ভবনটি সিলগালা করা হয়। এর মালিককে ভবন নির্মাণের প্রকৌশলী প্ল্যানসহ যোগাযোগ করতে বলা হয়েছে।
 
সিলগালা ভবনের মালিক প্রবাসী মাহমুদুল হক মান্নান বলেন, প্রশাসন আমাদের কোন নোটিশ দেয়নি। হঠাৎ এসে ২ঘণ্টা সময়ের মধ্যে ভবন খালি করতে বলেন।

জীবন মুছা/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।