আফগান বোলিংয়ে দিশেহারা ইংল্যান্ড
হ্যাটট্রিকের দারুন এক সুযোগ। পরপর দুই বলে জেমস ভিন্স এবং ইয়ন মরগ্যানকে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তেরী করেছিলেন আফগান ক্রিকেটের বিজ্ঞাপন মোহাম্মদ নবী। হ্যাটট্রিক ঠেকানোর জন্য ক্রিজে আসেন বেন স্টোকস। বলটাকে ফ্লাইট ডেলিভারিতে ঝুলিয়ে দিয়েছিলেন নবী। স্টোকস পরাস্ত হলেন। বল আঘাত করলো প্যাডে। জোরালো আবেদন ১১ আফগান ক্রিকেটারের। কিন্তু আম্পায়ার এস রবির মন গললো না তাতে। হ্যাটট্রিকটাও আর হলো না আফগানদের।
কিন্তু তাতে কী, হ্যাটট্রিক না পাওয়ার দুঃখকে বেশিক্ষণ স্থায়ী হতে দিলেন না খোদ ইংলিশ ব্যাটসম্যান জো রুটই। দ্রুত রান তুলতে গিয়ে সেই মোহাম্মদ নবীর হাতেই রানআউটের খাঁড়ায় কাটা পড়লেন। এক ওভারে, ৪ বলের ব্যবধানে তিনজন ইংলিশ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিল আফগান বোলাররা। মূলতঃ এভাবেই আফগানদের সামনে রীতিমত অসহায় হয়ে পড়েছে শিরোপা প্রত্যাশী ইংল্যান্ড।
নিজেদের তৃতীয় ম্যাচে দিল্লির ফিরোজ শাহ কোটলায় মুখোমুখি ইংল্যান্ড এবং আফগানিস্তান। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান। ব্যাট করতে নেমে তৃতীয় ওভারের শেষ বলেই জ্যাসন রয়ের উইকেট হারায় ইংল্যান্ড। আমির হামজার বলে সরাসরি বোল্ড হয়ে যান তিনি। ৬ষ্ঠ ওভারের তৃতীয় বলে জেমস ভিন্স রিটার্ন ক্যাচ তুলে দেন মোহাম্মদ নবীর হাতে।
পরের বলে নবীর ঘূর্ণি বলটি বুঝতেই পারেননি ইয়ন মরগ্যান। ব্যাট উঁচিয়ে ছেড়ে দিতে চাইলেন। কিন্তু বল সরাসরি আঘাত হানলো তার স্ট্যাম্পে। এরপর হ্যাটট্রিক চান্সটা আম্পায়ার এস রবির কারণে পেলেন না নবী। তবে পরের বলেই রান আউট হয়ে গেলেন জো রুট। ৯ম ওভারের প্রথম বলে রশিদ খানের বলে মাটি কামড়ানো ক্যাচ তালুবন্দী করেন মোহাম্মদ নবী। অথ্যাৎ ৫০ রানেই নাই হয়ে যায় ইংল্যান্ডের ৫ উইকেট।
এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের রান ৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৫৩ রান। উইকেটে রয়েছেন মঈন আলি ১ এবং বেন স্টোকস ৩ রান নিয়ে।
আইএইচএস/আরআইপি