টি-টোয়েন্টির ফ্যান্টাসিতে সেরা তিনে সাকিব


প্রকাশিত: ১০:৩৬ এএম, ২৩ মার্চ ২০১৬

সুপার টেনের কোন ম্যাচ জিততে না পারলেও ক্রিকেট ভক্তদের পছন্দের তালিকায় ঠিকই জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। আইসিসির ওয়েবসাইটে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত ফ্যান্টাসি টি-টোয়েন্টি ক্রিকেট লিগে সবচেয়ে বেশি দলে নেয়ার ক্রিকেটারদের ভেতর সাকিব রয়েছেন তিন নম্বরে।

সারা বিশ্বের অধিকাংশ মানুষ আইসিসির ওয়েবসাইটে ফ্যান্টাসি লিগে অংশ নিয়ে বাছাই করেছেন নিজের সেরা একাদশ। ভক্তদের বাছাই করা একাদশে সবচেয়ে বেশি রয়েছেন ভারতের বিরাট কোহলি। ৮৫.৭% মানুষ কোহলিকে তাদের দলে রেখেছেন, যা ফ্যান্টাসি লিগের সর্বোচ্চ। এর পরেই রয়েছেন ইংলিশ ক্রিকেটার জো রুট। রুটকে ৭৪.৩% মানুষ তাদের নিজেদের দলে রেখেছেন।

সবাইকে অবাক করে এরপরের স্থানটাতেই রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৬৬.৭% মানুষ সাকিবকে তাদের দলে নিয়েছে। ইতিমধ্যেই বোলিং এবং ব্যাটিং উভয়ক্ষেত্রেই ভালো খেলে সবার নজর কেড়েছেন সাকিব। তাকে কেন এক নাম্বার অলরাউন্ডার বলা হয় সেটাও মাঠে প্রমাণ করে চলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
 
আরআর/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।