সুর পাল্টালেন গাভাস্কার!


প্রকাশিত: ০২:৫৪ এএম, ২৪ মার্চ ২০১৬

মাত্র দু`দিন আগের ঘটনা। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে বাংলাদেশের পরাজয়ে মাশরাফির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার সুনিল গাভাস্কার। মাত্র এক ম্যাচে একটু বাজে অধিনায়কত্ব করার কারণে দলে মাশরাফির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

কিন্তু বুধবার ভারত-বাংলাদেশের ম্যাচের পর সুর পাল্টালেন সেই সুনিল গাভাস্কারই। ম্যাচের বিরতিতে মাশরাফির অধিনায়কত্বের ভূয়সী প্রশংসা করলেন তিনি।

ভারতের সঞ্জয় মাঞ্জেরেকার ও বাংলাদেশের আতহার আলী খানের সঙ্গে ম্যাচের প্রথম ইনিংস নিয়ে কথা বলার এক পর্যায়ে তিনি বলেন, আজকে মাশরাফির অধিনায়কত্ব এক কথায় অসাধারণ ছিল। যেভাবে ফিল্ডিং সাজানো হয়েছে, যেভাবে বোলারদের ব্যবহার করা হয়েছে– প্রত্যেকটা ব্যাপারেই মুগ্ধ হয়েছি।

এ সময় বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানেরও প্রশংসা করেন তিনি।

আরএ/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।