আইন-শৃংখলা রক্ষায় গুলির ঘটনা ঘটতে পারে : বিজিবি


প্রকাশিত: ০৫:৫১ এএম, ২৪ মার্চ ২০১৬

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, পরিস্থিতি তৈরি করে বাধ্য করা হলে আইন-শৃংখলা রক্ষায় গুলির ঘটনা ঘটতে পারে। ইউপি নির্বাচনে গুলির ঘটনায় কয়েকজন হতাহতের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিজিবি সদর দফতরে আয়োজিত বিজিবির তিনটি নতুন হাসপাতালে টেলি কনসালটেশন প্রোগ্রাম ও নবগঠিত তিনটি হাসপাতালের মধ্যে টেলি মেডিসিন কনফারেন্সিং উদ্বোধনকালে তিনি একথা বলেন।
 
তিনি বলেন, নির্বাচন কমিশনের চাহিদা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ইউপি নির্বাচনে বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনে ২টি জায়াগায় দুর্ঘটনা ঘটেছে। একটি পিরোজপুরের মঠবাড়িয়া ও টেকনাফের সাবরিং।
 
বিজিবি মহাপরিচালক বলেন, মঠবাড়িয়া প্রিজাইজিং অফিসার জাল ভোট হিসেবে ৬০০ থেকে ৭০০ ভোট বাতিল করেন। এ নিয়ে প্রার্থী প্রতিবাদ জানায়। তিনি বলেন, এই ভোট কাউন্ট করতে হবে নইলে কাউকে যেতে দেয়া হবে না। এ ঘটনায় প্রিজাইডিং অফিসার ম্যাজিস্ট্রেট জিয়াকে নক করেন। পরে তিনি বিজিবি সদস্যদের নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হোন। বিষয়টি আলোচনা সাপেক্ষে নিষ্পত্তি ও উত্তেজনা থেকে সবাইকে নিবৃত্তকরণের চেষ্টা চলে। কিন্তু প্রার্থী বাতিল হওয়া জাল ভোট কাউন্টার না করলে কাউকে যেতে দেবেন না বলে হুঁশিয়ারি দেয়। পরে বিজিবি সদস্য, ম্যাজিস্ট্রেট, ও প্রিজাইডিং অফিসারের উপর হামলার চেষ্টা হলে ম্যাজিস্ট্রেট গুলি করার লিখিত নির্দেশ দেয়।
 
তিনি আরো বলেন, ‘বিজিবি গুলি করতে চায় না। প্রথমে ওয়ার্নিং গুলি করা হয়। এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে বিজিবি গুলি করতে বাধ হয়।’ এতে কয়েকজন হতাহত হয়েছে।
 
মেজর আজিজ বলেন, “বিজিবি গুলি করতে চায়নি। এমন ঘটনার (গুলি) পরিস্থিতি তৈরি করা করা হয়েছে। বিজিবিকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করা হয়নি। উল্টো হামলার চেষ্টা করা হয়। ফলে গুলি করতে হয়েছে।
 
আগামীতে আবারো নির্বাচনী নিরাপত্তায় বিজিবিকে দায়িত্ব দেয়া হলে কি ধরনের সাবধানতা অবলম্বন বিজিবি করবে? জানতে চাইলে বিজিবি ডিজি বলেন, ‘বিজিবির দায়িত্বই ছিল নির্বাচনী ভোট কেন্দ্রের নিরাপত্তা, নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা ও নিরাপত্তা দিয়ে ব্যালট বাক্স যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া। এই নিরাপত্তামূলক কাজে বাধা আসায় বিজিবি গুলি করেছে। আর ভবিষ্যতেও এ ধরনের পরিস্থিতি তৈরি ও বাধা দেয়া হলে গুলির ঘটনা ঘটতে পারে।

জেইউ/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।