বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করল যুক্তরাষ্ট্র কৃষক লীগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বাংলাদেশ কৃষক লীগ যুক্তরাষ্ট্র শাখা। এ উপলক্ষে ২০ মার্চ সন্ধ্যা ৭টায় নিউ ইয়র্কের ওজনপার্কের মতিন রেষ্টুরেন্টে কেক কাটার মধ্য দিয়ে এ জন্মবার্ষিকী পালন করা হয়।
বাংলাদেশ কৃষক লীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী এম আলী আক্কাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বঙ্গবন্ধু’র বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় অতিথিদের মাঝে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুল জলিল, আজিজুর রহমান সারু, যুক্তরাষ্ট্র কৃষক লীগের উপদেষ্টা আশাফ মাসুক, আবদুর রহমান, মোস্তফা বাবুল , নূর মো. বাবু, মোজাহিদ মিয়া । অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র কৃষক লীগের সহ-সভাপতি সমির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব হোসেন, দফতর সম্পাদক গোলাম সারোয়ার দিদার, যুবলীগ নেতা আমিনুল হোসেন, মহিউদ্দিন হায়দার, গৌছ উদ্দিন, জাহিদ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনাদর্শ তুলে ধরেন। আলোচনা সভায় এলাকার বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। পরে প্রীতি ভোজের পর সবাইকে জন্মদিনের কেক দিয়েও আপ্যায়ন করা হয়।
সভায় বক্তাগণ বলেন, বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে জাতির পিতাকে বছরের প্রতিটি দিনই স্মরণ করতে হবে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে ধারণ করতে হবে। এজন্য সারাবছরই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করার জন্য বক্তারা প্রবাসী বাঙালিদের প্রতি আহ্বান জানান।
জেএইচ/আরআইপি