পরকীয়া প্রেমিক মিলে স্বামীকে হত্যা, পলাতক উর্মি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৩

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চাঞ্চল্যকর পরকীয়ার জেরে স্ত্রীর হাতে স্বামী হত্যা মামলার পলাতক আসামি উর্মি আক্তারকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব-১০। র‌্যাব জানায়, গ্রেফতার উর্মি তার পরকীয়া প্রেমিক ইমরানকে সঙ্গে করে স্বামী মারুফকে ঘুমের ওষুধ খাইয়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব -১০ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, উর্মির সঙ্গে ইমরানের দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক ছিল। তারা গোপনে বিয়ে করার চেষ্টা করেন। এতে বাধা হয়ে দাঁড়ান উর্মির স্বামী মারুফ। আর এই বাধা সরিয়ে ফেলতে উর্মি ও ইমরান মিলে মারুফকে হত্যার পরিকল্পনা করেন।

এই পরিকল্পনার ধারাবাহিকতায় ২০২১ সালের ২১ মে রাতে মারুফকে কৌশলে বাইরে ডেকে নিয়ে মদপান করান ইমরান। ওইদিন রাত ২টার দিকে ঘরে ফেরেন মারুফ। এসময় মারুফকে উর্মি জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করান। এতে মারুফ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে উর্মি পূর্ব পরিকল্পনা অনুযায়ী মারুফকে হত্যার জন্য তার প্রেমিক ইমরানকে খবর দেন।

আরও পড়ুন>> পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন, গৃহবধূর ৭ বছরের কারাদণ্ড

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, পরদিন সকাল ৬টার দিকে ইমরান এসে মারুফের ঘরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর উর্মি ও ইমরান মিলে তাদের পূর্ব পরিকল্পনা মোতাবেক হাতুড়ি দিয়ে মারুফের মাথায় সজোরে আঘাত করেন। এতে মারুফ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে উর্মি ও ইমরান হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও রক্তমাখা জামাকাপড় পাশের ডোবার পানিতে ফেলে দিয়ে পালিয়ে যান।

এ হত্যাকাণ্ডের পর নিহত মারুফের পরিবার বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় উর্মি ও ইমরানের হত্যা মামলা দায়ের করেন। এ মামলার ভিত্তিতে পুলিশ উর্মি ও ইমরানকে গ্রেফতার করে। পরে উর্মি জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান।

এ ঘটনা জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উর্মিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী এলাকায় একটি অভিযান পরিচালনা করে উর্মিকে গ্রেফতার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

টিটি/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।