সুপ্রিম কোর্ট আইনজীবীদের ভোট শেষ, রাত ৯টায় গণনা


প্রকাশিত: ০১:৫২ পিএম, ২৪ মার্চ ২০১৬

আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০১৬-১৭ বর্ষের নির্বাচনের দ্বিতীয় ও শেষ দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার ২ হাজার ৫৩ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নিয়ে গতকাল বুধবার ও বৃহস্পতিবারে মোট ৩ হাজার ৯শ` ২১ জন ভোটার ভোটাধিকার প্রদান করলেন।

বৃহস্পতিবার বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। রাত ৯টার দিকে ভোট গণনা শুরু হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এছাড়া আগমীকাল শুক্রবার সকাল ৮টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন-সংক্রান্ত সাব-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট হারুনুর রশীদ।

২৩ মার্চ বুধবার সকাল ১০টা থেকে আইনজীবীদের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণের প্রথম দিনে ১ হাজার ৮শ’ ৬৮ জন আইনজীবী ভোট প্রদান করেন। দুই দিনব্যাপী এ নির্বাচনের প্রথম দিনে সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ৪৩ বুথে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে ভোট চলে বিকেল ৫টা পর্যন্ত। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মাঝে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটার সংখ্যা ৫ হাজার ৩৪ জন। সুপ্রিম কোর্ট বার নির্বাচন সংক্রান্ত সাব-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট হারুনুর রশীদ। তার সঙ্গে রয়েছেন আরো ছয়জন।

সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৭টি সম্পাদকীয় ও ৭টি নির্বাহী সদস্যের পদ রয়েছে। চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতায় রয়েছেন ৩২ জন। সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৪ জন, সম্পাদক পদে ৪ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সহ-সম্পাদক পদে ৫ জন এবং সদস্য পদে ১৪ জন চূড়ান্তভাবে প্রতিদ্ধন্ধিতা করছেন।

নির্বাচনে প্রধান প্রতিদ্বন্ধি আওয়ামীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ও বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেলের প্রার্থীদের মধ্যেই প্রতিদ্বন্ধিতা হবে বলে জানান আইনজীবীরা।

নির্বাচনে সমন্বয় পরিষদের সাদা প্যানেল সভাপতি পদে সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও সম্পাদক পদে অ্যাডভোকেট আজহার উল্লাহ ভুইঁয়ার নেতৃত্বে একটি প্যানেল এবং অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেলে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন ও সম্পাদক পদে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে একটি প্যানেল প্রতিদ্বন্ধিতা করছে।

সাদা প্যানেল থেকে সহ-সভাপতি পদে মো. তাহেরুল ইসলাম ও সুরাইয়া বেগম, কোষাধ্যক্ষ পদে মো. রমজান আলী শিকদার, সহ-সম্পাদক পদে দুজন হচ্ছেন- এ.কে.এম রবিউল হাসান সুমন ও শেখ সিরাজুল ইসলাম সিরাজ প্রতিদ্বন্ধিতা করছেন। এছাড়া এ প্যানেল থেকে সদস্যপদে প্রার্থীরা হলেন- কুমার দেবুল দে, খান মুহাম্মদ শামিম আজিজ, মো. আজিজ মিয়া (মিন্টু), মো. হাবিবুর রহমান (হাবিব), মোহাম্মদ আশরাফুল ইসলাম, নাসরিন সিদ্দিকা (লিনা) ও সাহানা পারভিন।

নীল প্যানেলে অন্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে ফাহিমা নাসরিন মুন্নী ও মো. গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ পদে নাসরিন আক্তার, সহ-সম্পাদক পদে মো. শহিদুজ্জামান ও মো. ইউসুফ আলী। এছাড়া এ প্যানেল থেকে সদস্যপদে প্রার্থীরা হলেন- মমতাজ বেগম (বিউটি), মো. কামাল হোসেন, মো. নাসির উদ্দিন খান (সম্রাট), নাসির উদ্দিন আহমেদ অসিম, নাসরিন ফেরদৌস, রেজাউল করিম (রেজা) ও এস কে তাহসিন আলি।

এফএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।