যে কৌশলে বাসযাত্রীদের টাকা-মোবাইল হাতিয়ে নেন তারা

রাজধানীতে সক্রিয় ছিনতাইকারী চক্র। তারা বিভিন্ন কৌশলে ছিনতাই করে থাকে। আবার কখনো কখনো বাসযাত্রীদের কাছ থেকে মোবাইল-মানিব্যাগ, টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়। এই দলে রয়েছে সাতজন। তারা তিন ভাগে ভাগ হয়ে কাজ করে। কাজের সুবিধার্থে নিজস্ব সাংকেতিক ভাষাও আছে। তারা টার্গেটকে ডাকে ‘মামা’ বলে। আর পুলিশকে বলে ‘লাতা’, এছাড়া দলনেতাকে মিস্ত্রী, সহযোগীকে ‘তালবাজ’ কিংবা ‘ঠেকো’, এবং গাড়িকে ‘চাক্কা’ বলে ডাকে। গ্রুপের নাম দিয়েছে ‘সেভেন স্টার’।
এই দলের তিন সদস্যকে বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের মনিপুর থেকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন এফ এম সাজ্জাদ হোসেন প্রকাশ সাগর (৩৮), মো. ওয়াসিম আকরাম (৩৫) এবং মো. জাহিদুল ইসলাম (৩০)। এরমধ্যে সাগর দলের প্রধান। তাদের কাছ থেকে তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতাররা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের কৌশলের মধ্যে একটি রয়েছে- প্রথমে তারা কোনো বাসে ওঠেন। এরপর একজন টার্গেটের ওপর বমি করে দেন। তখন তাদের দুই-তিন সদস্য সেখানে হৈচৈ শুরু করে জটলা তৈরি করেন। সুযোগ বুঝে দুই সদস্য ভিড়ের মধ্যে থাকা মানুষের মোবাইল, মানিব্যাগ নিয়ে বাইরে অপেক্ষমাণ বাকি সদস্যকে দিয়ে দেন। এরপর পালিয়ে যান তারা।
ওসি বলেন, এই গ্রুপের সাত সদস্য পৃথক জেলার বাসিন্দা। তারা তিন বছর ধরে এক সঙ্গে কাজ করলেও কেউই কারো বাসা চেনেন না। ছিনতাই করা টাকা তিন ভাগে ভাগ করেন। একভাগ দলনেতা, একভাগ মামলা মোকাবিলা এবং এক ভাগ বাকি সদস্যদের জন্য। তাদের কেউ একজন গ্রেফতার হলে বাকি সদস্যরা জামিন করান।
গ্রেফতার সাগরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি এবং ওয়াসিমের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরএসএম/জেডএইচ/জেআইএম