দেশে ফিরলো বাংলাদেশ নারী ক্রিকেট দল


প্রকাশিত: ০৭:০৭ এএম, ২৬ মার্চ ২০১৬

বাংলাদেশ নারী ক্রিকেট কিন্তু ধীরে ধীরে যথেষ্ট উন্নতি করছে। বেশ আশাও জাগিয়ে তুলছে আমাদের নারী ক্রিকেটাররা। তবে সে আশা পূরণে পুরোপুরি ব্যর্থ জাহানারা-সালমারা। এক প্রকার শূন্য হাতেই দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার বিকেলে দিল্লি থেকে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরে জাহানারার দল।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি ম্যাচে জিতেছিল তারা। শ্রীলঙ্কার মতো দলকে হারিয়েছিল। প্লে-অফে হারিয়েছিল আয়ারল্যান্ডকে। সে তুলনায় এবার আরো ভালো ক্রিকেট প্রত্যাশা ছিল জাহানারাদের কাছে। তবে জউ তো দুরের কথা কোনো ম্যাচেই ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি তারা। এদিকে বিমানবন্দরে নেমে অপেক্ষমাণ সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি দলের অধিনায়ক ও কোচ।

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।