জাতীয়তাবাদী সব শক্তি জাপার পতাকাতলে আসুন : এরশাদ


প্রকাশিত: ০৯:০৮ এএম, ২৬ মার্চ ২০১৬
ফাইল ছবি

স্বাধীনতার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে জাতীয়তাবাদী সব শক্তিকে জাতীয় পার্টির (জাপার) পতাকাতলে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে প্রকৃত জাতীয়তাবাদীদের ঐক্য হতে পারে না। জাপা মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী প্রকৃত জাতীয়তাবাদের ধারক ও বাহক। তাই সব জাতীয়তাবাদী শক্তিকে দেশের স্বার্থে জাতীয় পার্টিতেই সমবেত হতে হবে।

শনিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তার বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান।

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সরদার, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, যুব সংহতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, শ্রমিক পার্টির আশরাফ আলী ও কেন্দ্রীয় সদস্য গোলাম মোস্তাফা প্রমুখ। সভা পরিচালনা করেন যুগ্ম দফতর সম্পাদক ফখরুল ইসলাম ভূঁইয়া লিটন।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, স্বাধীনতার অন্যতম স্তম্ভ জাতীয়তাবাদ আজ বহুধাবিভক্ত এবং গণতন্ত্র নামে থাকলেও বাস্তবে তার অস্তিত্ব বিপন্ন। ইউপি নির্বাচনে যা ঘটছে তা গণতন্ত্র বিকাশের জন্য সহায়ক নয়। ইউপি নির্বাচনে যেখানে প্রতি ইউনিয়নে গড়ে ৭/৮ জন প্রার্থী থাকে- সেখানে এবার অনেক ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এটা নজিরবিহীন ঘটনা।

তিনি বলেন, স্বাধীন দেশে আমরা চেয়েছিলাম সবার জীবনের নিরাপত্তা, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা, মানুষের কর্মের সংস্থান। কিন্তু এখন হত্যা, খুন, গুম নিত্যদিনের ঘটনা। নারী হত্যা, শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেই যাচ্ছে। সমাজের সর্বস্তরে অবক্ষয় নেমে আসছে।

এরশাদ বলেন, বেকারত্বের জ্বালায় আমাদের নাগরিকরা বিদেশে পাড়ি জমাতে গিয়ে সাগরে ডুবে মরছে, বিদেশের গণকবরে তাদের ঠাঁই হবে। এদিকে বিদেশে আমাদের শ্রমবাজার কমে যাচ্ছে। দেশেও কোনো বিনিয়োগ নেই। এই অবস্থায় দেশ চলতে পারেনা।

জাপার চেয়ারম্যান বলেন, স্বাধীনতাকে অর্থবহ করতে হলে প্রকৃত জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তার জন্য জাতীয় পার্টির প্রত্যেক নেতা-কর্মীকে নিবেদিতভাবে কাজ করতে হবে।

এসএ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।