শ্রীলঙ্কার সঙ্গে দক্ষিণ আফ্রিকাকেও বিদায় করলো ইংল্যান্ড


প্রকাশিত: ০৫:৪২ পিএম, ২৬ মার্চ ২০১৬

১৫ রানেই নেই ৪ উইকেট। শ্রীলঙ্কার শোচনীয় পরাজয় লেখা হয়ে গিয়েছিল যেন তখনই; কিন্তু ফিনিক্স পাখির মতো কোথা থেকে যেন হঠাৎ জেগে উঠলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ আর চামারা কাপুগেদারা। দু’জনে মিলে গড়লেন ৮০ রানের দুর্দান্ত এক জুটি। শুরু করলো আবারো লঙ্কানদের জয়ের স্বপ্ন দেখানো।

কিন্তু শেষ পর্যন্ত পারলো না আর শ্রীলঙ্কা। ৫৪ বলে ম্যাথিউজের অপরাজিত ৭৩ রানের ইনিংসও পারেনি। ইংল্যান্ডের কাছে হেরে গেলো ১০ রানে। একই সঙ্গে বিদায় নিলো শ্রীলঙ্কাও। লঙ্কানদের সঙ্গে দক্ষিণ আফ্রিকাকেও বিদায় করে দিলো ইংল্যান্ড। শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রু-১ এর দ্বিতীয় দল হিসেবে যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ইংলিশরা।

দক্ষিণ আফ্রিকার আরো একটি ম্যাচ বাকি রয়েছে। শ্রীলঙ্কার সাথে। আজ শ্রীলঙ্কা জিতলে হিসাব-নিকাশটা কঠিন হয়ে যেতো। ইংল্যান্ড, শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকার মধ্যেই নিকেশ করতো হতো কে যাবে সেমিতে; কিন্তু সেই জটিল হিসাব-নিকাশ আর অবশিষ্ট রাখলো না ইংল্যান্ড। সব চুকিয়ে দিয়ে তারাই ওয়েস্ট ইন্ডিজের পর সেমির টিকিট নিশ্চিত করে নিলো।

ইংল্যান্ডের ছুড়ে দেয়া ১৭১ রানের চ্যালেঞ্জ তাড়া করতে নেমে ১৫ রানে ৪ উইকেট হারালেও শেষ পর্যন্ত লঙ্কানরা থেমেছে ৮ উইকেটে ১৬১ রানে গিয়ে। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৫ রান। অ্যাঞ্জেলো ম্যাথিউজ সবগুলো বলে স্ট্রাইকে থাকলেও নিতে পেরেছেন মাত্র ৪ রান। বিগ হিটের আশা করে ভেন্ডারসিকে সুযোগই দিলেন না তিনি।

কিন্তু সেই বিগ হিট আর মারতে পারেননি। জয়ও এলো না শ্রীলঙ্কার। মূলত দলীয় ৯৫ রানের মাথায় চামারা কাপুগেদারা এবং ১৩৭ রানের মাথায় থিসারা পেরেরা আউট হয়ে যাওয়ার পরই লঙ্কানদের পরাজয় আর ঠেকানো যায়নি। এ দু’জনের একজনও যদি অবশিষ্ট থাকতো, তাহলে জয় শ্রীলঙ্কারই হতো।

২৭ বলে ৩০ রান করেন কাপুগোদারা। ১১ বলে ২০ রান করেন থিসারা পেরেরা এবং ৯ বলে ১৫ রান করেন দাসুন সানাকা। ইংলিশ বোলারদের মধ্যে ক্রিস জর্ডান নেন ২৮ রানে ৪ উইকেট। ২ উইকেট নেন ডেভিড উইলি এবং ১ উইকেট নেন লিয়াম প্লাঙ্কেট।

এর আগে, দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে জস বাটলারের অপরাজিত ৬৬ রানের ওপর ভর করে ১৭১ রান করে ইংল্যান্ড। ৪২ রান করেন জেসন রয়, ২৫ রান করেন জো রুট এবং ২২ রান করেন ইয়ন মরগ্যান।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।