তনু হত্যা : রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ


প্রকাশিত: ০৮:০০ এএম, ২৭ মার্চ ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  

রোববার দুপুরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন  রামপুরা ব্রিজের সামনে সড়ক অবরোধ করে। এসময় সড়ক দীর্ঘ যানযট তৈরি হয়।

সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁ শিল্পাঞ্চল জোনের ট্রাফিক  ইন্সপেক্টর সালাউদ্দীন।

তিনি বলেন, শিক্ষার্থীরা সড়কের একপাশ অবরোধ করে রেখেছে। অপর পাশ দিয়ে ধীর গতিতে যান চলাচল করছে।

এআর/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।