সিগন্যাল ছাড়াই ঢাকায় চলাচল, ১০ মিনিটে মহাখালী থেকে শাহবাগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ৩১ অক্টোবর ২০২৩

দুপুর ২টায় রাজধানীর মহাখালী থেকে বাসে করে শাহবাগ যান আহমেদ। এই পথ অতিক্রম করতে তার মাত্র ১০ মিনিট লেগেছে। অথচ অন্য সময় এক ঘণ্টায়ও এই পথ অতিক্রম করতে পারেননি। বিএনপি-জামায়াতের অবরোধের কারণে আজ মঙ্গলবার সড়কে যানবাহন ছিল কম। ক্ষতির শঙ্কায় অনেকে যানবাহন বের করেননি।

আহমেদ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি থাকা তার এক স্বজনকে দেখতে শাহবাগ গিয়েছিলেন। তার প্রায় এই রোড দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু ছুটির দিন ছাড়া কোনো দিন এক ঘণ্টার কমে এই পথ অতিক্রম করতে পারেননি। আজ অবরোধের কারণে রাস্তায় কোনো ট্রাফিক সিগন্যাল ছিল না। ফলে ফাঁকা রাস্তায় মাত্র ১০ মিনিটেই তিনি শাহবাগ পৌঁছান।

এদিকে মঙ্গলবার (৩১ অক্টোবর) একই অবস্থা দেখা গেছে রাজধানীর বাড্ডা, গুলশান, কারওয়ান বাজার, প্রেস ক্লাবসহ অন্য এলাকায়। এসব সড়কে যাত্রীবাহী বাস কম দেখা গেছে। তবে গুলশান এলাকায় প্রাইভেটকারের আধিক্য ছিল বেশি।

Traffic-1.jpg

‘আলিফ বাসে’র কন্ট্রাক্টর হিমেল জানান, তারা এক জায়গায় বেশিক্ষণ দাঁড়াচ্ছেন না। বাস পুড়িয়ে দেওয়ার ভয় আছে তাদের। আর যাত্রীও কম।

মোটরসাইকেলচালক সাব্বির আহমেদ জানান, সকাল থেকে তিনজন যাত্রী বহন করেছেন। বাড্ডা থেকে কমলাপুর, সেখান থেকে ফার্মগেট ও সেখান থেকে আবার বাড্ডা। এই পথে তার কোনো সিগন্যাল চোখে পড়েনি। খুবই অল্প সময়ে গন্তব্যে পৌঁছান।

জাগো নিউজের এই প্রতিবেদক নিজেই রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছে কোনো সিগন্যাল ছাড়াই। রাস্তায় ট্রাফিক পুলিশের উপস্থিতি তেমন একটা ছিল না।

রামপুরা এলাকার রিকশাচালক করিম মিয়ার সঙ্গে কথা বলে জানা যায়, আজ তাদের যাত্রী অনেক কম। অফিস-আদালত, স্কুল সবই খোলা। কিন্তু রাস্তায় মানুষ কম।

এএএম/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।